নাস্তিক→ বিবেক ও নৈতিকতা (পর্ব ২)Atheism to conscience and morality 2
বিয়ের আগে একটা ছেলে আর মেয়ের সম্পর্ককে আপনারা কিভাবে দেখেন ? “করাই তো যায়”- তাই না ? কলেজ লেভেলে আমার বিবেকও তাই বলত ! কিছুদিন আগে একটা ছেলের সাথে কথা হচ্ছিল, সে কিছুটা apologetic ভঙ্গিতে বলল, “তার gf আছে, তবে তারা “ঐ” পর্যন্ত যাবে না”। এটা ঐ ছেলের বিবেকের মতামত।এই “ঐ”টা যে আসলে কতটুকু সেই বিবেক person to person আবার ব্যাপকভাবে vary করবে। কথা হচ্ছে “ঐ”টা করতে সমস্যা কি ? “ঐটা করতে সমস্যা নাই”- এই বিবেক নিয়ে বসে আছে হাজারখানেক পোলাপান ঘুরাঘুরি করছে। “ধরব আর ছাড়ব”-এটাও অনেকের কাছে গ্রহনযোগ্য। এক মেয়ের কথা শুনেছিলাম, ছেলে নাচিয়ে অনেক মজা পেত, তার বিবেক/যুক্তি ছিল অনেকটা এমন, “আমি নাচালেই নাচতে হবে নাকি ?”
বাড়াবাড়ি মনে হচ্ছে? কেন ? তাহলে বিয়ে সম্পর্কটা অপবিত্র হয়ে যায় তাই? আরে আজব ! বিয়ে ব্যাপারটা এত জরুরি সেটা কে বলল ? সম্মানিত অনেক বুদ্ধিজীবিদের বিবেকে বিয়ে একটা সমস্যা। আনিসুল হক তো পরকীয়াকে দোষ মনে করেন না, “ভালবাসার জন্য” স্বামী-বাচ্চাকে ত্যাগ করাই যায়। তসলিমা নাসরিনের বিবেক বলে, “একটা মেয়ে দশটা ছেলের সাথে সেক্স করলেও সে অনেস্ট”
যদি শারীরিক সম্পর্কটা বিয়ের বাহিরে নিতে পারেন, তাহলে আপনার বিবেক আরও নতুন নতুন জিনিষের সন্ধান দিয়ে বসবে। যেমন মনে করেন হোমসেক্সুয়ালিটি, সমস্যা কি ? বিভিন্ন দেশের সরকারের বিবেকবান আদালত তো এটাকে বৈধতা দিচ্ছে ! সুইজারল্যান্ডের আদালতের বিবেক বলছে ইনসেস্টে কোন সমস্যা নেই। [http://www.telegraph.co.uk/news/worldnews/europe/switzerland/8198917/Switzerland-considers-repealing-incest-laws.html]
To see first part....click here->one (http://tinyurl.com/y95srsew
)
Credit: Ahmed
Thanked by: Tanvir Hossain
বাড়াবাড়ি মনে হচ্ছে? কেন ? তাহলে বিয়ে সম্পর্কটা অপবিত্র হয়ে যায় তাই? আরে আজব ! বিয়ে ব্যাপারটা এত জরুরি সেটা কে বলল ? সম্মানিত অনেক বুদ্ধিজীবিদের বিবেকে বিয়ে একটা সমস্যা। আনিসুল হক তো পরকীয়াকে দোষ মনে করেন না, “ভালবাসার জন্য” স্বামী-বাচ্চাকে ত্যাগ করাই যায়। তসলিমা নাসরিনের বিবেক বলে, “একটা মেয়ে দশটা ছেলের সাথে সেক্স করলেও সে অনেস্ট”
যদি শারীরিক সম্পর্কটা বিয়ের বাহিরে নিতে পারেন, তাহলে আপনার বিবেক আরও নতুন নতুন জিনিষের সন্ধান দিয়ে বসবে। যেমন মনে করেন হোমসেক্সুয়ালিটি, সমস্যা কি ? বিভিন্ন দেশের সরকারের বিবেকবান আদালত তো এটাকে বৈধতা দিচ্ছে ! সুইজারল্যান্ডের আদালতের বিবেক বলছে ইনসেস্টে কোন সমস্যা নেই। [http://www.telegraph.co.uk/news/worldnews/europe/switzerland/8198917/Switzerland-considers-repealing-incest-laws.html]
To see first part....click here->one (http://tinyurl.com/y95srsew
)
Credit: Ahmed
Thanked by: Tanvir Hossain
Comments